1. করোনা রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য সেন্ট্রাল অক্সিজেন সংযোগ 10টি পয়েন্ট থেকে বাড়িয়ে 316 টি পয়েন্টে উন্নীতকরণ এবং অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধিকরণ এবং অক্সিজেন সিলিন্ডারের সংরক্ষণাগার । HFNC 44 টি চালকিরণ, BiPAP 16 টি এবং CiPAP 2 টি , অক্সিজেন কনসেনট্রেটর 62টি
2. রোগী এ্যাটেনডেন্ট ণিয়ন্ত্রণ করার জন্য এ্যাটেনডেন্ট পাস চালু করণ
3. হাসপাতাল নিরাপত্তা বিধানে হাসপাতালকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করণ
4. সঠিক সময়ে নিয়মিত উপস্থিতি- প্রন্থান নিশ্চিতকরণ ।
5. শুদ্ধাচার অনুশীলন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস