অত্র হাসপাতালে বর্হিঃবিভাগ, জরুরী বিভাগ, দন্ত বিভাগ ও আন্তঃ বিভাগ রোগীদের সেবা প্রদান করা হয়।
১। জরুরী বিভাগ ঃ সার্বক্ষনিক খোলা থাকে।
২। বর্হিঃবিভাগঃ প্রতি কর্মদিবসে সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে।
৩। আন্তঃ বিভাগ সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিশেষ সেবাসমূহঃ
ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার
রোগী কল্যাণ সমিতি
গণশুনানী (প্রতি শনিবার সকাল ১০ ঘটিকা হইতে ১১ ঘটিকা পর্যমত্ম)
ময়না তদন্ত রিপোর্ট।
রিলিজ, ডেথ ও রেফার্ড
মেডিকোলিগ্যাল পরীক্ষা ও মতামত প্রদান।
টিকাদান কর্মসূচীঃপ্রতি কর্মদিবসে সকাল ১০.০০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ ঘটিকা পর্যন্ত সেবা প্রদান করা হয়।
হাসপাতাল রোগীর চিকিৎসা প্রদান ও ভর্তির নিয়মাবলীঃ
বিভাগ |
ফিসের হার |
ভর্তির সময়কাল |
টিকিট দেবার সময়কাল |
বর্হিঃ বিভাগ |
টিকেট জনপ্রতি ৫.০০ টাকা |
----- |
সকাল ৮.০০ হইতে দুপুর ১.০০ পর্যমত্ম |
জরুরী বিভাগ |
টিকেট জনপ্রতি ৫.০০ টাকা ভর্তি ফি ১০.০০ টাকা সর্বমোট ফি জনপ্রতি ১৫.০০ টাকা |
২৪ ঘন্টা ভর্তি হওয়ার সুযোগ |
২৪ ঘন্টা |
আন্তঃ বিভাগ |
জরম্নরী বিভাগের মাধ্যমে সরাসরি ভর্তি |
-- |
-- |
বিশেষ দ্রষ্টব্যঃ বর্হিঃ বিভাগে রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় সকাল ৮.০০ হইতে দুপুর ২.৩০ পর্যন্ত
ন্শতয্যা /বেডের ধরণ এবং ভাড়ার হারঃ
বিষয় |
বেডের ধরণ |
অর্থিক ব্যবস্থাপনা |
শয্যা/বেড |
সাধারণ |
বিনামূল্যে |
পেয়িং |
৭৫/= টাকা প্রতিদিন |
|
কেবিন |
২০০/= টাকা প্রতিদিন |
|
এ.সি কেবিন |
১০০০/= টাকা প্রতিদিন |
|
খাবার/পথ্য |
সাধারণ |
বিনামূল্যে |
পেয়িং |
১২৫/= টাকা (তিন বেলার পথ্য) |
|
কেবিন |
১২৫/= টাকা (তিন বেলার পথ্য) |
|
এ.সি কেবিন |
১২৫/= টাকা (তিন বেলার পথ্য) |
সাধারণ বেড, পেয়িং বেড ও কেবিনে ভর্তি রোগীদের অপারেশন চার্জঃ
সেবার ধরণ |
মাইনর অপারেশন |
মেজর অপারেশন |
সাধারণ বেড |
বিনামূল্যে |
বিনামূল্যে |
পেয়িং বেড |
৫০০.০০ |
১০০০.০০ |
কেবিন |
১০০০.০০ |
২০০০.০০ |
অত্র হাসপাতালের অপারেশন রোগীদের নির্ধারিত দিনঃ
বিভাগের নাম |
নির্ধারিত দিন |
ই.এন.টি বিভাগ ও চক্ষুবিভাগ |
প্রতি শনিবার ও মংগলবার |
অর্থো-সার্জারী বিভাগ |
প্রতি রবিবার ও বৃহস্পতিবার |
জেনারেল সার্জারী বিভাগ |
প্রতি সোমবার ও বুধবার |
অবস্ বিভাগ |
প্রতিদিন |
গাইনী বিভাগ |
প্রতি শনি ও মংগলবার |
চক্ষু বিভাগ |
প্রতি মংগলবার |
জরুরী এ্যাম্বুলেন্স সেবাঃ
এ্যাম্বুলেন্স মোট ২ টি সচল।
এ্যাম্বুলেন্স এর জন্য টেলিফোন নম্বরঃ ০৭১-৬২৪৪৯
এ্যাম্বুলেন্স ভাড়ার হারঃ
পৌরসভার মধ্যে যে কোন স্থানে ২০০/= টাকা।
পৌরসভার বাহিরে ১০/= টাকা প্রতি কিলোমিটার। (আপ-ডাউন ভাড়া দিতে হবে।)
নিরাপদ রক্ত সঞ্চালনঃ
অত্র হাসপাতালে একটি ব্লাড ব্যাংক আছে। এখানে স্ক্রিনিং , ক্রস ম্যাচিং এর মাধ্যমে সার্বক্ষনিক নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষন ও সরবরাহ করা হয়।
রক্তদাতা প্রাপ্তি সাপেক্ষে রক্ত সরবরাহ করা হয়। হাসপাতাল ব্লাড ব্যাংক থেকে রক্ত বিক্রয় করা হয় না। বাহিরের ক্লিনিকের রোগীর জন্য ব্লাড স্ক্রিনিং ফি ৫০০/= (পাঁচ শত টাকা)। প্রতি মাসে গড়ে ৩০০ ব্যাগ ব্লাড স্ক্রিনিং করা হয় ।
রক্ত পরীক্ষার হার নিন্মরুপঃ
ক্রঃ নঃ |
রক্ত পরীক্ষার বিবরণী |
নির্ধারিত ফিসের টাকা |
১ |
ব্লাড গ্রুপিং |
৫০.০০ |
২ |
ব্লাড স্ক্রীনিংও ক্রস ম্যাচিং (সাধারণ বেড) প্রতি ব্যাগ |
২৫০.০০ |
৩ |
স্ক্রীনিংও ক্রস ম্যাচিং (কেবিন) (প্রতি ব্যাগ) |
৫০০.০০ |
৪ |
ব্লাড স্ক্রীনিংও ক্রস ম্যাচিং (প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল) প্রতি ব্যাগ |
৫০০.০০ |
৫ |
পেয়িং বেড (প্রতি ব্যাগ) |
৩৫০.০০ |
পরীক্ষা ও নিরীক্ষা
প্যাথলজি বিভাগঃ
রক্ত, মল মুত্রের সকল সাধারণ পরীক্ষা যেমন CBC, RBS, VDRL, FBS, ASO, S. BILIRIBIN, SGPT, S. CREATININE, S. CHOLESTROM, Urine for RE/ME, Urine for RE/ME. Blood Grouping. Reagent থাকা সাপেক্ষে করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস