ভিশন / রুপকল্প : (Vision)
সকলের জন্য সাশ্রয়ী ও মান সম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা স্বাস্থ্য
মিশন /অভিলক্ষ্য : (Mission)
জনসংখ্যা ও পুষ্টিখাতের উন্নয়ন এর মাধ্যমে সবার জন্য সাশ্রয়ী ও মান সম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ২০২১ সাল নাগাদ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু মৃত্যু হার ও মাতৃ মৃত্যু হার শুণ্যর কোঠায় নিয়ে আসা হবে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার উন্নত থেকে উন্নতর করা হবে। এটাই হোক আমাদের সকলের অংগীকার। আগামী বৎসরে চিকিৎসকের হার বৃদ্ধি পেলে জনগনের সেবার মান আরো উন্নত হবে ।
চ্যালেঞ্জ:
1। অবকাঠামো উন্নয়ন
2। পয়ঃনিষ্কাশন
3। শুদ্ধাচার কৌশল অনুশীলন
4। 3য় ও 4 র্থ শ্রেণীর শুন্য পদ পূরণ
5। স্টোর ভবন নির্মান, ভান্ডার ব্যবস্থাপনা আধুনিকায়ন।
6। মর্গের অবকাঠামো উন্নয়ন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস