Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

1962 সালে অত্র হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। 1963 সালে হাসপাতালটি 100 শয্যা লয়ে যাত্রা শুরু করে। 2000 সনে হাসপাতালটি 150 শয্যায় উন্নীত হয় এবং 2007 সনে এটি 250 শয্যায় উন্নীত হয়ে বর্তমানে চলমান আছে। অত্র হাসপাতালের জরুরী বিভাগ আছে যাহা সার্বক্ষণিক চালু থাকে।  হাসপাতালের  বর্হিঃবিভাগ  প্রতি কর্মদিবসে সকাল 8.00 ঘটিকা থেকে দুপুর 2.30 ঘটিকা পর্যন্ত চালু থাকে। এই হাসপাতালের  অন্তঃবিভাগ যাহা সার্বক্ষণিক চালু থাকে। তাছাড়াও হার্টের রোগীদের জন্য সিসিইউ ওযার্ড এবং গুরুতর অসুস্থ নবজাতকদের জন্য স্ক্যানু সেবা দেশের মধ্যে অনন্য দৃষ্টি স্থাপন করেছে।