Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

অত্র কুষ্টিয়া শহর  ও কুষ্টিয়া শহরতলী এবং পার্শ্ববর্তী জেলা  সমূহের মানুয়ের চিকিৎসা সেবা নিষ্চিত করা বিশেষ করে অবহেলিত ,দরিদ্র,  নিপিড়িত ও অসহায় সাধারণ মানুয়ের স্বাস্থ্য সেবা নিষ্চিত করা। এবং উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা । বাংলাদেশ সরকার এসডিজি বাস্তবায়নে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করতে বদ্ধপরিকর। আমার আশা করি এসডিজি বাস্তবায়নের লক্ষ বৎসরের পূর্বেই আমার আমাদের কাংখিত লক্ষমাত্রা অর্জণ করতে সক্ষম হবো।

ভবিষ্যত পরিকল্পনা সমূহ ঃ

1। শুদ্ধাচার অনুশীলণ।

2। ও.টি  কমপ্লেক্স এবং রেডিওলজী বিভাগের উপর ভার্টকেল এক্সটেনশনকরতঃ আইসিইউ , ডায়ালাইসিস ইউনিট চালু করণ।

3। HSS এর স্কোর সম্মানজনক পর্যায়ে উন্নীতকরণ ।

4। হাসপাতাল কম্পাউন্ড দালাল মুক্ত করণ।

5। সেন্ট্রাল অক্সিজেন সংযোগ লাইনের পাইপ এর ডায়ামিটার বৃদ্ধিকরতঃ অক্সিজেন প্রবাহের  চাপ বৃদ্ধি এবং VIE  ট্যাংক এর ধারণ ক্ষমতা 6000 লিটার থেকে 20000 লিটারে উন্নীতকরণ।

6। ভান্ডার ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশন করণ।

7। রান্নাঘরের খারের রান্না খড়ির বদলে গ্যাস সিলিন্ডার প্রতিস্থাপন করা।

8। সেবার মান বৃদ্ধিকরণ , 5S এবং TQM চালু করণ